ঢাকার সাভার উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত হয়েছেন।
বুধবার (৩০ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আশুলিয়ার মরাগাং এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশ সদস্যদের দেখে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ