সাভারে এক শিশু, এক নারী শ্রমিক ও এক ইউটিউবার তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন মহিদুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (২৫) ও তরিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে মুক্তিরমোড় এলাকায় ভাড়া বাড়িতে ওই নারী শ্রমিককে ছয় ব্যক্তি সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে লাশ গুম করারও হুমকি দেন তারা।
এ ঘটনায় ওই নারী বুধবার বিকালে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
এদিকে, যাদুরচর এলাকায় ইউটিউবার তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের পর পুলিশ মুজাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে।
এছাড়া, আনন্দপুর এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার নারী, শিশু ও তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।