সাভারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সোমাবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-সাকিবুর রহমান রিফাত (২০), মোশারফ (২৬), মাইনুল ইসলাম (২৪), সোহেল রানা (৩০), আউয়াল উদ্দিন (২৬) ও ইউসুফ আলী (১৫)।
মঙ্গলবার সকালে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত। এ ঘটনা দেখে ফেলে জোরপূর্বকভাবে আরও পাঁচ যুবক তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী রাতেই ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিফাত, মোশারফ, মাইনুল, সোহেল,আউয়াল, ইউসুফকে আটক করে।
এ ঘটনায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।