রজধানীর সাভারে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন, প্রকৌশলী জহুরুল ইসলাম, চালক খলিলুর রহমান ও নুরন্নবী।
সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মীর আখতার গ্রুপে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মীর আখতার গ্রুপের পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তিনজন। পিকআপটি এসএন সিএনজি পাম্পের সামনে আসার পর সামনে থাকা একটি ট্রাককে পেছন দিয়ে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, চালক খলিলুর ও নুরন্নবী নিহত হন।
দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসগর আলী।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ