সাভারের ভাকুর্তা ও আশুলিয়ার পলাশবাড়ী থেকে এক স্কুল শিক্ষার্থী ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুন) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী হাবিব সিএনজির পাশে ব্রিবকেস ভর্তি অজ্ঞাত (২২) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্বৃত্তরা ওই নারীকে গলা টিপে হত্যা করে লাশ ব্রিবকেসে ভর্তি করে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় কিন্ডার গার্ডেনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব মিয়ার (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মোসলে উদ্দিনের ছেলে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই অহিদ বলেন, ওই নারীর খুনিদের আটক করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে।