সাভার জাতীয় স্মৃতিসৌধে দুই উপদেষ্টার শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়।
আজ সকাল পৌনে ১০টার দিকে তাঁরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তাঁরা বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসময় তাদের সঙ্গে ছিলেন। (বাসস)