সামগ্রিকভাবে উগ্রবাদ মোকাবিলা করতে হবে

উগ্রবাদ মোকাবিলা কোনও একক ব্যক্তি বা সংগঠনের কাজ না। সামগ্রিকভাবে উগ্রবাদ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার ১ জুলাই সকাল ১১টায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, উগ্রবাদের যে নেটওয়ার্ক আমাদের উপর চেপে বসেছে তা নির্মূলে সরকারের পক্ষ থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আমরা সে ধরনের কিছু দেখছি না। এটা কোনো একক ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়, সমগ্র জাতির বিষয়। বাংলাদেশের আবহমান সংস্কৃতি অসাম্প্রদায়িক। হলি আর্টিজানে হামলার সেই ঐতিহ্যের উপর একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশি-বিদেশের এতগুলো মানুষকে হত্যা করে জঙ্গিরা কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। একে মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের প্রত্যয়।

প্রসঙ্গত, হলি আর্টিজান বেকারিতে এক বছর আগে জঙ্গি হামলার এক বছর পূর্তির দিন শনিবারে (১ জুলাই) রেস্টুরেন্টটি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। হলি আর্টিজান বেকারির মালিক সাদাত মেহেদী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলি আর্টিজানের নিচতলা সবার জন্য উন্মুক্ত থাকবে।’ গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।

আজকের বাজার: আরআর/ ০১ জুলাই ২০১৭