রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম অফিসের অফিস সহকারী (হিসাব বিভাগের) গোলাম সামসুল হায়দার হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে সোমবার খালাস দিয়েছে হাইকোর্ট।
এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। অন্যদিকে আসামি আনোয়ার হোসেন সরকারের পক্ষে একেএম ফজলুল হক খান ফরিদ শুনানি করেন। তাকে সহায়তা করেন আইনজীবী সাইফুর রহমান রাহি। রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সাইফুর রহমান রাহি।
২০০৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির সামনে দুষ্কৃতিকারীরা গোলাম সামসুল হায়দারকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় সামসুলের বড় ভাই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. আব্দুল লতিফ, আনোয়ার হোসেন সরকার, মো. কাজল মিয়া, মো. হাফিজুল হোসেন ও বাবুল ওরফে তপন চক্রবর্তীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও অপর আসামি মো. শামসুল আলম ও রাজন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।