স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি বলেন, বৃক্ষ প্রকৃতির শ্রেষ্ঠ উপহার এবং পরিবেশ ও জীব জগতের পরম বন্ধু। সৃষ্টির শুরু থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের ওপর পরোক্ষ ও প্রত্যেক্ষভাবে নির্ভরশীল।
তাজুল ইসলাম আজ জাতীয় সংসদ ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে একটি গাছের চারা রোপন শেষে এ কথা বলেন।
বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে বাংলাদেশকে একটি সবুজ-শ্যামল দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের সকল মানুষের প্রতি আহবান জানান স্থানীয় সরকার মন্ত্রী। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান