বর্নিল আয়োজনে শুরু হয়েছে বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই।
শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে আয়োজিত উৎসবের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি।
সকাল সাড়ে ৮টায় স্থানীয় রাজার মাঠ থেকে বের হয়ে বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংস্কৃতি কর্মীসহ বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সামাজিক-সাংস্কৃতিক ও প্রথাগত নেতৃবৃন্দ নিজ নিজ পোষাক পরিধান করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে, উৎসব উপলক্ষ্যে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বান্দরবান জেলা পুলিশ। এ অনুষ্ঠান দেখতে এবারও বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।
আজকের বাজার/আরজেড