সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
এছাড়া ঢাকা ও চট্টগ্রামে বসবে কোরবানির পশুর হাট। স্বাস্থবিধি মেনে কোরবানির পশুরহাট পরিচালনা করতে হবে। চট্টগ্রামে কোরবানি পশুর হাট বসাতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাথে সিটি করপোরেশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সকাল সাড়ে ১১ টার দিকে অনলাইনে যুক্ত হয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ সময় দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে দিক নির্দেশনা দেয় মন্ত্রণালয়। প্রতিবছর চট্টগ্রামে তিনটি স্থায়ী পশুর হাটসহ অস্থায়ী আরও প্রায় ৭টি হাট ইজারা দেয় সিটি কর্পোরেশন। তবে এবার করোনার প্রভাবে চিত্র কিছুটা ভিন্ন। তাই হাটে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পশু বেচাকেনা করা যায়, সেটি নিশ্চিত করতে অনলাইন বৈঠকে বসে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।