সামান্য বেড়েছে মূল্য সূচক

বুধবার ১০জানুয়ারি  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়  ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আজকের বাজার:এসএস/১০জানুয়ারি ২০১৮