সামিট পাওয়ারের উল্লেখযোগ্য শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সামিট কর্পোরেশনকে বিশেষ সুবিধা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
১৩ মার্চ, মঙ্গলবার কমিশনের ৬৩৪তম সভায় এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি বা ৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সামিট হোল্ডিংসের কাছে। আর এইসব শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লকে কিনে নেবে সামিট কর্পোরেশন।
তবে এক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃক গ্রহণ) বিধিমালা এর বিধি ৮ ও বিধি ১৩ এর বিধান পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আরএম/