আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ১২ (২) অনুযায়ী হিসাব প্রস্তুত করেনি। ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি দেওয়া কমিশনের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেনি।
কোম্পানিটি অ্যামালগামেশনের আগে প্রয়োজনীয় কাজ সম্পন্ন না করে তথ্য প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে।
সূত্র আরও জানিয়েছে, রেকর্ড ডেট প্রদান না করার মাধ্যমে কোম্পানিটি ডিপজিটরি প্রবিধানমালা ২০০৩ এর প্রবিধান ৪৬(২) ও (৩) লঙ্ঘন করেছে। এছাড়া কোম্পানিটি হাইকোর্টের সিদ্ধান্ত সঠিকভাবে পরিপালন করেনি।