পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘এএএ’ পেয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ক্রেডিট রেটিংস ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ‘এএএ’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে “এসটি-১” পেয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাববিবরণী, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ অনিরীক্ষিত হিসাব এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে সামিট পাওয়ারের এ মান নির্ধারণ করেছে সিআরআইএসএল।