সাম্পাওলির সাথে মেসিদের সম্পর্ক একদমই সাধারণ

মেসিদের বিশ্বকাপ স্বপ্ন সুতোয় ঝুলছে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হেরে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ই পারে মেসিদের পরের রাউন্ডে ওঠাতে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ ব্যবধানে হেরেই টালমাটাল অবস্থায় আর্জেন্টিনা। কিন্তু সাম্পাওলির সঙ্গে খেলোয়াড়দের বাদানুবাদের গুঞ্জন ফুটবল পাড়ায় এখনো টগবগ করছে। কিন্তু সেই গুঞ্জনকে
উড়িয়ে দিলেন হাভিয়ের মাচেরানো। কোচের সঙ্গে এই রকমের কোনো কিছুই হয়নি বলে জানান সাবেক এই বার্সা তারকা।

মাচেরানো বলেন, ‘কোচ সাম্পাওলির সাথে আমাদের সম্পর্ক একদমই সাধারণ। কৌশলগত দিক দিয়ে বর্তমান পরিস্থিতিটা একদম জটিল। আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ সম্পর্কে মাচেরানো বলেন, ‘আমরা পরের ম্যাচে চোখ রাখতে চাচ্ছি। আমাদের সামর্থ্যের যতটুক সম্ভব আমরা চেষ্টা করে যাব। আপনারা যা বলছেন, ব্যাপারটা তেমন নয়। আমরা দলের প্রতি দায়িত্বশীল এবং বিশ্বকাপ শেষেও আমাদের যেকোনো কাজের জন্য আমরা দায়ী থাকব। এটাই আমাদের শেষ কথা।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর এমন কথাও ছড়িয়েছে যে, সাম্পাওলিকে ছাঁটাই করা হতে পারে। কোচ সম্পর্কে বর্তমানে চায়নাতে হেবাইর ফরচুন ক্লাবে খেলা মাচেরানো বলেন, ‘দলটা কাদের? কোচকে জিজ্ঞেস করুন। সেই বলবে আমাদেরই। কেউই তাকে কিছু বলেনি। আমি বুঝলাম না, কীভাবে এবং কেন এই ব্যাপারটি আসলো। কিন্তু এটা হয়েই যাচ্ছে দিনের পর দিন।

আজকের বাজার/আরআইএস