দেশের বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আজ লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
রোববার সকাল সাড়ে ১০ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশ বঙ্গবন্ধু-শেখ হাসিনার বাংলাদেশ৷ বঙ্গবন্ধু-শেখ হাসিনার বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। সন্ত্রাসীদের দমনে বঙ্গবন্ধুর সৈনিকেরা সর্বদা রাজপথে রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।