স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার বলেছেন, সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।
তিনি বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়া হলো কারও বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। যদি ওই ব্যক্তির অপরাধ প্রমাণিত হয় তাহলে তাকে আরও শাস্তি দেয়া হয়।’
রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এবং ঢাকা ওয়াসা শ্রমীক লিগ আয়োজিত শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
‘খানের বিরুদ্ধে তদন্ত চলছে। যদি তিনি দোষী না হন তবে তাকে পুনর্বহাল করা হবে,’বলেন মন্ত্রী।
গত ২৬ আগস্ট ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ