সারদা পুলিশ একাডেমিতে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজশাহীর  চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে লেগে শিক্ষাসনদ, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৬টায় পুলিশ একাডেমির ৬তলা আউট সাইড ক্যাডেট ব্যারাকের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানায় দমকল বাহিনী।

পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমেদ অগ্নিকাণ্ডের খবর নিশ্জিত করেছেন।

তিনি বলেন, আগুনে ৩৫ ক্যাডেটের ৬৪ জন সদস্যের শিক্ষাসনদ, টাকা, ব্যক্তিগত মালামালসহ প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আহমেদকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজকের বাজার/এমএইচ