সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয়‘বসন্ত পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, শাখারী বাজার, তাঁতি বাজার, বনানী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট ও রমনা কালী মন্দিরসহ মণ্ডপে মণ্ডপে নানা আয়োজনে সরস্বতী পূজা পালিত হচ্ছে।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ দেয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গত ১৮ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন, যাতে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নির্বিঘ্নে সরস্বতী পূজা উদযাপন করতে পারেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান