‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সারাদেশে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাব থেকে জিপিও মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে ঢাকায় একটি সেমিনারে বক্তব্য রাখবেন।
দিবসটি উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক ফেস্টুন, ব্যানার, পোস্টার দিয়ে সাজানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবস হিসেবে উদযাপিত হয়। গত বছরের ২৬ নভেম্বর মন্ত্রীপরিষদ আইসিটি দিবসের নাম পরিবর্তে করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করে।
আজকের বাজার/এমএইচ