দেশের সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিধি-নিষেধ তুলে নেয়ায় নৌযান চলাচল শুরু হয়।
২২ অক্টোবর রোববার সকাল সাতটা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এবং একই সময়ে ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার থেকে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ায় রবিবার সকাল থেকে সব ধরনের নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়, যা প্রায় তিন দিন চলে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭