সারাদেশে পাওয়া যাচ্ছে গেমিং বিস্ট রিয়েলমি নারজো ৩০এ

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে গেমিং পাওয়ারহাউজ রিয়েলমি নারজো ৩০এ। ২১ মার্চ লঞ্চিংয়ের পর স্মার্টফোনটি দারাজের ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে ২০০০ ইউনিট বিক্রি হয়ে যায়। এরই মাধ্যমে স্মার্টফোনটি দারাজের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোনে পরিণত হয়েছে। দারুণ ডিজাইনের নতুন নীল রংয়ের বক্সে মাত্র ১২,৯৯০ টাকায় রিয়েলমি নারজো ৩০এ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

নারজো রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ, যার সর্বশেষ সংযোজন নারজো ৩০এ। এতে রয়েছে ২.০ গিগা হার্টজ পর্যন্ত অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়াই নারজো ৩০এ –তে অনায়াসে খেলতে পারবেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইনের মতো হেভি গেম।

স্মার্টফোনটির ৬.৫ ইঞ্চি ২০:৯ স্ক্রিন এবং আপগ্রেডেড স্ট্যাক প্রসেস ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীদের গেম, অডিও ও ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।

রিয়েলমি নারজো ৩০এ -তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াট টাইপ-সি কুইক চার্জার। এই সুবিশাল ব্যাটারি নারজো ৩০এ কে দেয় ৪৬ দিনের স্ট্যান্ডবাই। ফলে ব্যবহারকারীরা এতে দীর্ঘক্ষণ একটানা গেম খেলতে পারবেন। এতে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। মানে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস রিয়েলমি নারজো ৩০এ- এর মাধ্যমে চার্জ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিতে তৈরি রিয়েলমি ইউআই তরুণ গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটসহ এর সকল ফিচার মুগ্ধ করবে তরুণ ব্যবহারকারীদের। আর এর ট্রেন্ডি ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন দিবে স্টাইলিশ লুক।

রিয়েলমি নারজো ৩০এ বাজারে আসার পাশাপাশি চলছে ‘নারজো গেমিং চ্যম্পিয়নশিপ: সিজন ১’। এর প্রথম মৌসুমে ৭২টি স্কোয়াড লড়ছে ফ্রি ফায়ারের মাঠে। এই চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায়। প্রথম মৌসুমে থাকছে নগদ এক লক্ষ টাকার প্রাইজপুল। এছাড়া, রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হতে যাওয়া ফাইনালের লাইভ স্ট্রিম শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ারদাতা জিতে নিতে পারবেন নারজো ৩০এ স্মার্টফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার।

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু এই দুই রঙে পাওয়া যাচ্ছে।