ছয় থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হচ্ছে।
এর আগে ১৯ জানুয়ারি এ ক্যাম্পেইন আয়োজিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ১৭ জানুয়ারি তা স্থগিত করেছিল সরকার।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
সেই সাথে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইনের সদস্যরা লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, বিমানবন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটে অবস্থান করছেন।
দেশের ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউনিয়নের আওতায় থাকা দূরবর্তী এলাকাগুলোর শিশুদের ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে খোঁজে বের করে ক্যাপসুল খাওয়ানো হবে। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ