আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
সারাবিশ্বের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত বেলা ১১টা ৬ মিনিটে শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের নেতা মাওলানা জোবায়ের হাসান। মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
টঙ্গীর তুগার নদীর তীরে হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নিয়েছেন। এই বিশ্ব সম্মেলনের দ্বিতীয় পর্ব ১৭ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন এই পর্বে।
অসুস্থ্য ও বার্ধক্যজনিত কারণে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ১১ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৯৬৭ সাল থেকে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। ইজতেমা মাঠের চাপ কমাতে এবং নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমার আয়োজন হয়ে আসছে।
আজকের বাজার/লুৎফর রহমান