সারা দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯১১২ জন

আজ ২ মার্চ দ্বিতীয়বারের মতো সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, বর্তমানে সারাদেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ ও পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার ৩৬০ জন। নতুন ভোটার হলেন ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক স্মার্ট কার্ড ভেরিফিকেশন অ্যাপসের উদ্বোধন করেন।

আজকের বাজার/আআ