করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে হাওর এলাকায় ধানকাটাসহ সারা দেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশ মতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসলের চাষ করতে হবে।
হাওর এলাকায় বোরো ধান কাটতে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এসময় করোনা ঝুঁকি মোকাবিলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ শ্রমিকের স্বাস্থা সুরক্ষায় সরকারের নির্দেশ পালনের নির্দেশ দেয়া হয়।
জরুরি পণ্য বিবেচনায় সার, বালাইনাশক, বীজ, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে। এছাড়া আমদানিক করা কৃষিপণ্য এবং উপকরণ বন্দরে খালাস অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।