নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সন্দেহভাজন আট সদস্যকে আটক করেছে র্যাব। নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জে র্যাব-১১ কার্যালয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আটককৃতরা সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই পাওয়া গেছে।