দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আওতাভুক্ত দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ আঞ্চলিক বাণিজ্য কমেছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বাণিজ্য কমেছে প্রায় ১২ শতাংশ।
পরিসংখ্যানে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোতে আন্ত-আঞ্চলিক বাণিজ্য গত বছর ৪০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। যা ২০১৫ সাল থেকে ১১ দশমিক ৯৮ শতাংম কম। ২০১৫ সালে বাণিজ্য হয়েছিল ৪৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের ট্রেড ম্যাপ অনুযায়ী, ২০১৪ সালে সার্কের অভ্যন্তরীণ আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ ৪৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ছিল। যা ওই সময়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
গত বছর বিশ্বব্যাপী সার্কের আন্ত-আঞ্চলিক বাণিজ্য ৫ দশমিক ০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সার্ক দক্ষিণ এশিয়ার আটটি রাষ্ট্র নিয়ে গঠিত। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত।
৭ দেশ নিয়ে এটি প্রথম গঠিত হলেও পরে এর সঙ্গে আফগানিস্তান যুক্ত হয়।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৯ জুন ২০১৭