উদীয়মান কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম মাসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমিহীনা’ প্রকাশ পেয়েছে গত বছরের মে মাসে। প্রথম অ্যালবামেই ‘প্রাণ ভ্রোমরা’ শিরোনামের একটি গানে তার সহশিল্পী হিসেবে গেয়েছেন ক্লোজআপ-ওয়ান তারকা সালমা আক্তারকে।
তবে এবার তারই ধারাবাহিতায় ‘প্রাণ ভ্রোমরা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সঙ্গীত শিল্পী মাসুম। গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
গান ভিডিওটি নির্মাণ করেছেন করেছেন সিডি চয়েস মিউজিক টিম। যেখানে মডেল হিসেবে দেখা যাবে শাকিলা পারভিন ও রিয়েলকে। গানটিতে মাসুমের সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী সালমার। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক থেকে এটি প্রকাশিত হবে।
গানের কথার সঙ্গে সমন্বয় করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানান সালমা।
এদিকে গান ও ভিডিও প্রসঙ্গে সঙ্গীত শিল্পী মাসুম জানিয়েছেন, ‘প্রাণ ভ্রোমরা’ গানে ভিডিওর মধ্যে ফিল্মের সাধ দিয়েই ভিডিও তৈরী করেছে সিডি চয়েস মিউজিক টিম।
গান এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে শ্রোতা দর্শকরা সিনেমার গান বলেই মনে করবেন মাসুমের ধারনা।
আজকের বাজার/এমএইচ