সালমানকে বিয়ে করতে চান ঊর্বশী

প্রতি বছর বলিউডে নাম লেখান অসংখ্য নতুন মুখ। কিন্তু খুব কম সংখ্যকই মানুষের মনে জায়গা করে নিতে পারেন। তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনিই বলিউডের ‘দাবাং খান’ সালমানকে বিয়ে করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ঊর্বশী।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, সাক্ষাৎকারে ঊর্বশী জানান, তিনি সালমান খানের একজন বড় ভক্ত। অন্য অনেক মেয়ের মতো তিনিও সালমান খানকে বিয়ে করতে চান।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে উত্তরখাণ্ডে জন্ম নেওয়া ঊর্বশীর বয়স ২৪। বলিউডে তার প্রথম ছবি ‘সিং সাব দ্য গ্রেট’। যদিও ছবিটি খুব বেশি চলেনি, তবুও ওই ছবিতেই তার অভিনয় সকলের নজর কাড়ে।

লেহরিন ডটকমের খবরে বলা হয়েছে, সম্প্রতি সালমানের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ঊবশীকে প্রশ্ন করা হয়। তখন এ অভিনেত্রী বলেন, সালমান বড় তারকা। বক্স অফিসে সিনেমা চলার জন্য তার নামটাই যথেষ্ট। পরে তিনি তাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানান।যদিও ঊর্বশীর এ কথার কোনো জবাব দেননি সালমান।

অতীতে অনেক অভিনেত্রীর সঙ্গে সালমানের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। কিন্তু কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

এস/