সালমানের কোলে শাহরুখ!

তিক্ততা- বিরক্তি কাটিয়ে আবারও বন্ধু হয়েছেন বলিউডের দুই খান শাহরুখ এবং সালমান। এর আগে সালমানের ‘টিউবলাইট’-এ অতিথি হয়েছিলেন শাহরুখ। এবার শাহরুখের ‘জিরো’তে নিজের ঝলক দেখালেন সালমান খান।

এক পর্দায় দুই খানকে দেখার খায়েশ বলিউডের অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হলো। দর্শকদের ঈদ উপহার হিসেবে শাহরুখ খান বৃহস্পতিবার প্রকাশ করলেন নতুন এক টিজার, যেখানে সালমান খানের কোলে চড়ে নাচতে দেখা গেছে তাকে!

ডিসেম্বরে মুক্তির অপেক্ষায থাকা ‘জিরো’ তে শাহরুখের চরিত্র একজন বামনের। তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

আরএম/