বলিউড সুপারস্টার সালমান খানের গার্লফ্রেন্ড নাকি হিনা খান! আর বলিউডের ভাইজান চাইতেন তার বান্ধবীই রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শিরোপা জিতুন। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এবার এমনই মন্তব্য করেন শোটির আরেক প্রতিযোগী স্বামী ওম। যা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
ইন্ডিয়া টুডে’র সাক্ষাৎকারে স্বামী ওম বলেন, সালমান খান এক সময় হিনা খানের সঙ্গে ডেটিং করতেন। এবং হিনাই যাতে বসের ঘরে সেরার শিরোপা পান, তাই চাইতেন সালমান।
কিন্তু হিনা যে সালমানের বান্ধবী ছিলেন, সেটা কীভাবে জানলেন? সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে ওম বলেন, তন্ত্র বিদ্যা’র মাধ্যমেই সালমান-হিনার সম্পর্কের কথা তিনি জানতে পেরেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি হিনা খান।
এদিকে সম্প্রতি দুবাইতে গিয়ে দীর্ঘদিনের বন্ধু রকি জয়শওয়ালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হিনা খান। চুপিসারেই রকি সঙ্গে বাগদান পর্ব সেরে রীতিমত খবরের শিরোনামে উঠে আসেন টেলিভিশনের জনপ্রিয় বউমা।
এস/