সালমানের নতুন নায়িকা পূজা

বলিউড সুপারস্টার সালমান খানের নায়িকাদের তালিকায় এবার যুক্ত হল আরও একটি নতুন নাম।‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ছবিতে এই নায়কের বিপরীতে রোমান্স করতে দেখা যাবে নবাগত পূজা হেগড়েকে।

ইতিমধ্যেই সালমান ঘোষণা করে দিয়েছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি। এই ছবিটির প্রযোজক তার প্রিয় বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগে‘হাউজ়ফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন সাজিদ। সেখানে তিনি ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। এবার বলিউডের‘ভাইজান’সালমানের নায়িকা হিসেবে পূজার ওপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল‘কাভি ঈদ কাভি দিওয়ালি’মূল প্রতিপাদ্য বিষয়। তবে সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত‘রাধে’ছবি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান