বলিউডের জনপ্রিয় ফ্যাঞ্চাইজি রেস। ফ্র্যাঞ্চাইজিটির আগের দুই সিনেমায় সাইফ আলী খান অভিনয় করলেও এবার থাকছেন সালমান খান। রেস-থ্রি সিনেমায় নায়ক থাকছে তিনজন এবং নায়িকা দুইজন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরো একজন নায়িকা প্রয়োজন ছিল। আর সেখানে সালমান পছন্দ করলেন ক্যাটরিনাকে। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, ইতোমধ্যে সালমানের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ রেস-থ্রিতে অভিনয় করছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। এর আগের দুই সিনেমা আব্বাস-মাস্তান পরিচালনা করলেও এবার এ দায়িত্ব পালন করছেন রেমো ডিসুজা। তবে জ্যাকলিনের পাশাপাশি সালমানের নায়িকা হিসেবে সিনেমাটিতে ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে। এর আগে রেস সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। অন্যদিকে রেস-টু সিনেমায় দেখা গেছে জ্যাকিলনকে।
সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। তবে রেস-থ্রি সিনেমার লোকেশন থেকে শুরু করে কলাকুশলী নির্বাচন সবকিছু নাকি সালমানই করছেন। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সালমান যখন রেস-থ্রি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নেন তিনি আব্বাস-মাস্তানকে বাদ দিয়ে রেমো ডিসুজাকে পরিচালক হিসেবে নেন। সালমান কলাকুশলী নির্বাচন থেকে শুরু করে গানের লোকেশন-প্রতিটি বিভাগ তদারকি করছেন। যদি তিনি ক্যাটরিনাকে সিনেমায় চান তাহলে এ অভিনেত্রী অবশ্যই থাকবেন।
আজকের বাজার: আরআর/ ২১ সেপ্টেম্বর ২০১৭