সালমানের ‘রেইস-৩’ সিনেমায় সুনামগঞ্জের আব্দুল আলীর গান

ভারতে ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার সালমান খান অভিনীত রেইস-৩। শুটিংও শেষে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আর এই ছবিতেই থাকছে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল আলীর গান!

আলী জ্যাকোর গাওয়া মোট সাতটি ইংরেজি গান পছন্দ করেন সালমান। যা গেল বছরে সঙ্গে নিয়ে এসেছিলেন সালমান। সেই গানগুলোর একটি হলো ‘আই ফাউন্ড লাভ’। যে গানটির হিন্দি সংস্করণ ‘রেস ৩’তে ব্যবহার করছেন সালমান। গানটির কথা ও সুর আলীর নিজেরই। তবে গানটিতে কে কণ্ঠ দিয়েছেন তা এখনই জানাতে চাইছেন না।

পেশাদারিত্ব থেকে নয়, শখের বশেই গানের জগতে পা রাখেন আলী। সালমানের ইচ্ছাতেই রেইস-৩ ছবির মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে সামনে আসতে চলেছেন আলী। পুরো বিষয়টিকে তিনি অত্যন্ত সম্মানজনক বলেও উল্লেখ করেছেন।

সালমান খান ফিল্মসের প্রযোজনায় রেমো ডিসুজা পরিচালিত ‘রেস ৩’ আগামী ১৫ জুন মুক্তি পেতে যাচ্ছে।

পেশায় পুরোপুরি কিকবক্সার হলেও টিভি প্রোডাকশনের সঙ্গে জড়িত বহুদিন ধরেই আব্দুল আলীর গান। সিলেটের সুনামগঞ্জে পিতৃনিবাস তার। প্রায় ৬ বছর বাংলাদেশেও ছিলেন তিনি। বাবা-মায়ের দেয়া নাম আব্দুল আলী। কিন্তু কিকবক্সের দুনিয়ায় তিনি আলী জ্যাকো নামেই সুপিরিচত। বলিউডের অভিনেতা সালমানের সঙ্গে দোস্তি বহুদিনের। ১৯৯৬ সাল থেকে তাদের গভীর বন্ধুত্ব। লন্ডনে গেলেই বন্ধুর সঙ্গে না দেখা করে আসেন না সালমান। আসন্ন সিনেমায় এবার বন্ধুর গান যোগ করলেন বলিউডের এই সুপারস্টার অভিনেতা।

আজকের বাজার/আরআইএস