সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে ডেবিউ(অভিষেক) করা যেন স্বপ্নের মত ছিল। আর তাই সালমান খান সব সময়ই তার খুব কাছের একজন মানুষ। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করেন জারিন খান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
‘ভীর’ দিয়ে বলিউডে ডেবিউ করেন জারিন। আর ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান। এরপর ‘হেট স্টোরি’, ১৯২১ সহ একাধিক সিনেমায় অভিনয় করেন জারিন। কিন্তু, বলিউডে তার ক্যারিয়ার গোছানোর পিছনে সালমানের অবদান রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন এই অভিনেত্রী।
তিনি জানান, অভিনেতা হওয়ার জন্য অনেকেই বাড়িঘর ছেড়ে মুম্বাইতে হাজির হন। মুম্বাইতে দিনের পর দিন থেকেও বলিউডে আখের গোছাতে পারেন না অনেকেই। এ বিষয়ে তিনি যথেষ্ঠ সৌভাগ্যবান। তবে,বলিউডে এসে খাতা খোলার কোনও ইচ্ছে তার ছিল না। কিন্তু, তিনি যেভাবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, তার জন্য তিনি সব সময় সালমান খানের কাছে কৃতজ্ঞ।
আজকের বাজার: সালি / ২৪ জানুয়ারি ২০১৮