বলিউড সুপারস্টার সালমান খানকেকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তাকে হত্যার পরিকল্পনা করে গ্যাংস্টার সম্পদ নেহরা। সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের হাতে আটক এই সন্ত্রাসী চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি দিয়েছেন।
আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, গ্যাংস্টার সম্পদ নেহরা সালমান খানকে হত্যার ছক কষেছিল। সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের হাতে আটক হন এই সন্ত্রাসী।
জানা যায়, লরেন্স বিষ্ণোই নামের কুখ্যাত মাফিয়া ডনের অনুগত সদস্য সম্পদ টার্গেটকে দূর থেকে গুলি করে হত্যা করার কাজ করে থাকেন। মূলত সে শার্প শুটার
পুলিশের কাছে সম্পদ জানিয়েছে, লরেন্সের নির্দেশেই সালমান খানের উপর নজরদারি চালানোর জন্য সে মুম্বাইয়ে আসে। হত্যার ছক কার্যকর করার জন্য মুম্বাইয়ে সালমানে বাড়ির ছবি তুলে রেখেছিল নিজের মোবাইল ফোনে। কোন পথ দিয়ে সাল্লু যাতায়াত করেন, তার উপরেও নজরদারি চালিয়েছিল সম্পদ।
প্রসঙ্গত, ২০ বছর আগেকার কৃষ্ণসার হরিন হত্যা মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়েছেন সালমান খান। জোধপুর কারাগারে দু’রাত কাটানোর পর তিনি জামিন পেয়েছেন।
রাসেল/