সালমান খানের বিরুদ্ধে আজ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
যোদপুরের চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি আজ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।রায় উপলক্ষে বৃহস্পতিবার সকালেই আদালতে পৌঁছেছেন সালমান খান। তার সঙ্গে রয়েছেন দুই বোন আলভিরা ও অর্পিতা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে জোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধে।
গত ২৮ মার্চ নিম্নআদালতে হরিণ হত্যা মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। সালমান খানের আইনজীবী এইচএম সারস্বতের দাবি, সরকারি কৌঁসুলি অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও প্রমাণ করতে পারেননি।
আজকের বাজার/আরজেড