সালমান সবচেয়ে ‘সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস ম্যান’: ঐশ্বরিয়া

সালমান খানের প্রাক্তন বান্ধবী তিনি। শোনা যায়, তার রূপে মুগ্ধ হয়েই পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সালমান খান। কিন্তু, ‘হাম দিল দে চুকে সনম’-এর পর সালমান খানের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় ঐশ্বরিয়া রাই-এর।

সালমান-ঐশ্বরিয়ার ব্রেকআপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন শোনা যায়। এমনকী, সালমান তার উপর শারীরিক নিগ্রহ করেছেন বলেও সরব হন রাই। কিন্তু সালমানের সঙ্গে সম্পর্কের আগে ঐশ্বরিয়া কি তার সম্পর্কে কি বলেন জানেন?

১৯৯৯ সালে অভিনেত্রী, সঞ্চালিকা সিমি গারওয়াল-এর সঙ্গে একটি সাক্ষাতকারে মুখোমুখি হন ঐশ্বরিয়া রাই। যেখানে সালমান খানকে সবচেয়ে ‘সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস ম্যান’ হিসেবে মন্তব্য করেন। শুধু তাই নয়, ওই চ্যাট শোয়ে ইন্দ্র কুমার (প্রয়াত অভিনেতা)-কেও দরাজ সার্টিফিকেট দেন রাই সুন্দরী।

এদিকে সালমান খানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান সাবেক বিশ্বসুন্দরী। কিন্তু, সেই সম্পর্কও স্থায়ী হয়নি। শেষে অভিষেক বচ্চনকে বিয়ে করে আপাতত বচ্চন বাড়ির বউমা তিনি।

এস/