সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মুগ্ধকর রসায়নে আগুন ধরে গেছে ইউটিউবে! তাদের নতুন ছবির গান ‘সোয়াগ সে স্বাগত’ প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড গড়েছে। এটি আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রথম গান।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের সংগীত বিভাগের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ২১ নভেম্বর প্রকাশিত হয় গানটি। প্রথম দিনে ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৬২৪ বার দেখা হয়েছে এর ভিডিও। আর এতে লাইক পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭টি। বলিউড তো বটেই, এর আগে চলতি বছর বিশ্বের আর কোনো গান প্রথম ২৪ ঘণ্টায় এতবার দেখা হয়নি।
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও লুই ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির ‘দেসপাসিতো’ গত জানুয়ারিতে ২৪ ঘণ্টায় ৭২ লাখ ৬৩ হাজার ১৭৯ বার ভিউ পেয়েছিল। মার্কিন গায়িকা ডেমি লোভেটোর সঙ্গে লুই ফনসির আরেক গান ‘এচেমে লা কুলপা’র প্রথম দিন ভিউ ছিল ৯৫ লাখ ৭ হাজার ৫৭৭ বার। সাল্লু-ক্যাট টপকে গেছেন ব্রিটিশ তারকা এড শিরানকেও। গানটি গেয়েছেন বিশাল দাড়লানি ও নেহা ভাসিন। এর কথা লিখেছেন ইরশাদ কামিল।
আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭