সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জনাব জয়নাল আবেদীন, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান জনাব এ এ এম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স এন্ড আরএমজি ডিভিশনের প্রধান জনাব আবু রুশদ ইফতেখারুল হক, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মিজানুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-২ এর প্রধান জনাব মোঃ আমিনুল ইসলাম, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ উপশাখা প্রাঙ্গনসমূহে উপস্থিত ছিলেন।
নতুন ৩টি উপশাখা হচ্ছে- কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে, ময়মনসিংহের মুক্তাগাছায় এবং খাগড়াছড়ির দিঘীনালায়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম বলেন, নামে উপশাখা হলেও এখানে শাখার সব ধরণের সেবা গ্রাহকবৃন্দ পাবেন। তিনি ব্যাংকের নতুন নতুন সেবাপণ্যের কথা তুলে ধরে গ্রাহকবৃন্দকে এসব সেবা গ্রহণের আহŸান জানান।