‘সাস্টমুনা’র নতুন সভাপতি শাদমান, সম্পাদক সুরাইয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ সংস্থার অঙ্গসংগঠন (সাস্ট মডেল উইনাটেড ন্যাশন এসোসিয়েশন) এর দ্বিতীয় কার্যনির্বাহী  কমিটি ঘোসণা করা হয়েছে। এতে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাদমান আবসার চৌধুরী সভাপতি এবং অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া বিনতে আলীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।

রোববার সংগঠনটির এক সাধারণ সভায় সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি নাজিয়া হক আন্নি এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কার্যনির্বাহী কমটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অনিম দত্ত, অর্থ পরিচালক মকসেদুর রহমান মাসুদ, মানব সম্পদ পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম গাজী, জনসম্পর্ক পরিচালক তানজিম নিশাত ফারমি, প্রচারণা পরিচালক কাজী তারমীম নুর সকাল, প্রতিনিধি পরিচালক মাহমুদুল হোসেইন, সেশন এবং ইভেন্ট পরিচালক শাহ্বার হাসান ও নথিপত্র পরিচালক রাদিয়া তাবাসসুম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মাহফুযা রাহাত ঐশী, মুসা আহমেদ, রোমিও নিকোলাস রোজারিও, সারাহ ইশাদি স্পর্শ, শওগাত আশরাফ চৌধুরী, আফরিদা নুযহাত রাশা, সাব্বির আনসারি সানি এবং নাফিসা নোমান নির্বাচিত হয়েছেন।

এনএইচ/আরএম/