সাস্প্রদায়িক হামলার প্রতিবাদে আলোর মিছিল

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের জন্য সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ। আজ ২২-১০-২১ শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে চকবাজারস্হ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সারাদেশে সংখ‍্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ মহিলা পরিষদ, ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি , বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পীসংস্হা, পাতাবাহার খেলাঘর আসর, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার ও অঞ্জলি আবৃত্তি নিকেতন, শেরপুর। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে একটি আলোর মিছিল বের করা হয় যা সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি