পপির ‘সাহসী যোদ্ধা’র শুটিং শুরু

ছবি : ইন্টারনেট

পপি অভিনিত ‘সাহসী যোদ্ধা’র শুটিং শুরু হয়েছে।  আর শুটিংয়ের প্রথম দিনই আইটেম গানে কোমর দুলিয়েছেন ঢাকাই ছবির গ্লামার কন্যা পপি।

এই গানের শুটিংয়ের মাধ্যমে প্রায় দেড় বছর পর সিনে ক্যামেরার সামনে দাঁড়ালেন পপি। এফডিসির ৮ নং ফ্লোরে আইটেম গানটির শুটিং শুরু হয়েছে গত সোমবার।

ছবিটি পরিচালনা করেছে সাদেক সিদ্দিকী। আর পপির সঙ্গে জুটি বেঁধেছেন আমিন খান।

‘জর্দা দিয়ে খেয়েছি পান, প্রাণ খুলে নাগড় গাইবোরে গান’ শিরোনামে গানটিতে ঠোঁট মিলিয়ে নেচেছেন পপি। মান্নান মোহাম্মাদের পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিয়া জাহান। সোমবার রাতেই গানটির শুটিং শেষ হয় হয়েছে।

জানা গেছে, চলতি মাসের ৫ তারিখ থেকে এফডিসি, সিলেট, কক্সবাজারের বিভিন্ন লোকেশনে আবার শুরু হবে ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং।

আরএম/