আলোচিত নায়িকা শিরিন শিলা এবার অভিনয় করতে যাচ্ছেন নতুন ছবি ‘সাহসী যোদ্ধা’তে । তিনি অভিনয় করবেন চিত্রনায়ক ইমনের বিপরীতে।
সাদেক সিদ্দিকী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করবেন চিত্রনায়ক আমিন খান ও পপি।
শিলা বলেন, এমন তারকা নির্ভর একটি ছবিতে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ছবিতে আমার চরিত্রটি খুব সুন্দর। অভিনয় করার বেশ সুযোগ রয়েছে। আশা করছি এই ছবিতে অভিনয় করে আমি দর্শকদের হৃদয় জয় করে নিতে পারবো।
ক্যারিয়ারের প্রথম ছবি ‘হিটম্যান’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় এবং একটি আইটেম গানে পারফর্ম করে ব্যাপকভাবে আলোচনায় আসেন শিরিন শিলা।
একে একে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজী, মন জানে না মনের ঠিকানা ছবির মাধ্যমে বড় পর্দায় হাজির হন তিনি।
এই মুহূর্তে শিলার হাতে ‘এক কোটি টাকা’, ‘আমার সিদ্ধান্ত’ ‘স্যরি’, ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘দম’ ছবিগুলো রয়েছে।
এর মধ্যে ‘দম’ ছবিটি ছাড়া বেশিরভাগ ছবির শুটিং শেষ দিকে আছে। চলতি মাসের ১০ তারিখ ‘আমার সিদ্ধান্ত’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন শিলা। অন্যদিকে ‘এক কোটি টাকা’ ছবির শুটিং চলতি মাসের শেষে হবার সম্ভাবনা রয়েছে।
আরএম/