এ বছর সাহিত্য নোবেল পেয়েছে ব্রিটিশ লেখক ক্যাজুয়ো ইশিগুরো। ৫ অক্টোবর বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১ টায় সুইডিশ একাডেমি পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ক্যাজুয়ো ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।
গত বছর সাহিত্যে নোবেল পান মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান, যা চমকের জন্ম দেয়। নোবেলের ইতিহাসে এ পুরস্কারজয়ী প্রথম সংগীত শিল্পী ও গীতিকার তিনি।
তার সম্পর্কে সুইডিশ একাডেমি বলেছে, এই লেখক তার উপন্যাসের মাধ্যমে ‘জোরালো আবেগীয় শক্তির’ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, ইশিগুরা মাত্র ৮টি বই লিখেছেন; যা ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার বিখ্যাত উপন্যাস দ্য রিমেইন্স অব দ্য ডে এবং নেভার লেট মি গো। এছাড়া তিনি সিনেমা ও টেলিভিশনের জন্য বহু স্ক্রিপ্ট লিখেছেন।
৬ অক্টোবর শুক্রবার ঘোষনা করা হবে শন্তিতে নোবেল বিজয়ীর নাম।
আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭