আগামী সপ্তাহেই শুরু হতে পারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা তৈরির এই প্রক্রিয়া। এমপিওভুক্তির জন্য করা সাড়ে ৬ হাজার আবেদন যাচাই-বাছাই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে তৈরি করার পর তা শিক্ষামন্ত্রীর কাছে প্রেরণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থ প্রাপ্তির ওপর নির্ভর করলেও সংসদীয় আসনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।
গত মাসে এমপিওভুক্তির জন্য প্রায় ছয় হাজার ৪১২টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন জমা দিয়েছে। তার মধ্যে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপর্যায়ের আবেদন রয়েছে।
অন্যদিকে, গত ২৬ আগস্ট থেকে শুরু হয়েছে কারিগরি ও মাদরাসা এমপিওভুক্তির আবেদন কার্যক্রম যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। এরপর থেকে এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজকের বাজার/এমএইচ