সাড়ে ৯ হাজার ইয়াবাসহ রাজধানীতে গ্রেফতার ২

রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ৯ হাজার পাঁচশত ৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- ইয়ার মোহাম্মদ (৪০) ও মো. আশিক শেখ (৩০)।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি রাত ১০ দিকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এএসপি মো. রবিউল ইসলাম বলেন, রাতে বাংলামোটর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালায়। এতে ৯ হাজার পাঁচশত ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইয়ার মোহাম্মদ ও মো. আশিক শেখকে গ্রেফতার করা হয়।

আরএম/