কাজ ও জিমের ফাঁকে এক নতুন সঙ্গির সঙ্গেই সময় কাটাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কে সে? কার সঙ্গে সময় কাটাচ্ছেন সায়ন্তিকা?
সপ্তাহের অধিকাংশ দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকেন সায়ন্তিকা। আর বাকি সময়টা ফিটনেসের দিকে মন দেন তিনি। তাই অবসর সময় কাটানোর সুযোগ তিনি প্রায় পান না বললেই চলে। শরীর সচেতন নায়িকা হিসেবে তার অনেক সুখ্যাতিও রয়েছে টালিগঞ্জে।
সম্প্রতি নায়িকার পরিবারে এক নতুন সদস্য এসেছে। তার সঙ্গেই কাজ ও জিমের ফাঁকে সময় কাটাচ্ছেন সায়ন্তিকা। এই নতুন সদস্য আর কেউ নয়। সায়ন্তিকার নতুন পোষ্য কুকুর ছানা।
পুডল প্রজাতির এই সারমেয় ছানার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সায়ন্তিকা। নায়িকা এই ছোট্ট মিষ্টি পোষ্যর নাম রেখেছেন টিকি। সময় পেলেই টিকির সঙ্গে খেলেন ফিটনেস ফ্রিক নায়িকা।
আবার মাঝে মধ্যে নিজের মনের মতো করে সাজিয়ে তোলেন সাদা লোমশ টিকি। ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা গিয়েছে, টিকিকে লাল ফ্রক পরিয়ে মাথায় ক্লিপ পরিয়ে সাজিয়েছেন সায়ন্তিকা।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সায়ন্তিকা। সেখানে দেখা যাচ্ছে, কিটির সঙ্গে খেলায় মেতেছেন নায়িকা। সূত্র: এবেলা।
আজকের বাজার/ এমএইচ